Site icon Amra Moulvibazari

উন্নতি নেই ক্যালিফোর্নিয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়ার, কয়েক ফুট বরফের নিচে রাস্তাঘাট

উন্নতি নেই ক্যালিফোর্নিয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়ার, কয়েক ফুট বরফের নিচে রাস্তাঘাট


এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াসহ কয়েকটি অঞ্চল। তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত অন্তত ২৫টি শহর। এসব শহরগুলোতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। খবর রয়টার্সের।

তীব্র তুষার ঝড়ের কারণে এরই মধ্যে ৩ থেকে ৭ ফুট বরফের নিচে ঢাকা পড়েছে বেশ কয়েকটি অঞ্চলের রাস্তাঘাট। ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে দেশটির প্রায় ৮ কোটি বাসিন্দা। কোনো কোনো অঞ্চলে অব্যাহত রয়েছে বন্যা পরিস্থিতিও।

এদিকে, ক্যালিফোর্নিয়ায় তীব্র ঠান্ডার মধ্যে ঝড়ের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ। সপ্তাহব্যাপী দুর্যোগে বিপর্যস্ত উত্তর টেক্সাস, কানসাস, উইসকন্সিন, নিউইয়র্ক সিটি ও বোস্টন।

ঝড়ের কারণে এখন পর্যন্ত দেড় শতাধিক সড়ক দুর্ঘটনা হয়েছে অঞ্চলগুলোয়। ক্ষয়ক্ষতি এড়াতে বিভিন্ন স্থানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কিছু কিছু এলাকায় বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। মার্কিন আবহাওয়া বিভাগের পূর্বাভাস, আরও কয়েকদিন থাকবে বৈরী আবহাওয়া।

এসজেড/



Exit mobile version