Site icon Amra Moulvibazari

ভারত ভ্রমণের জন্য মেডিকেল ও বিজনেস ভিসা চালু হয়েছে

ভারত ভ্রমণের জন্য মেডিকেল ও বিজনেস ভিসা চালু হয়েছে

করোনার মধ্যে বাংলাদেশীদের জরুরি ভিত্তিতে মেডিকেল ও বিজনেস ভিসা দিচ্ছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এরইমধ্যে সব ক্যাটাগরিতেই ভিসা দেয়া শুরু করেছে ব্রিটিশ হাই কমিশনও। পর্যটকদের জন্য না হলেও জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে ভিসা সার্ভিস চালু রেখেছে আরো অনেকগুলো দেশের দূতাবাস।

বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি যে দেশটি ভ্রমণ করে তা হলো প্রতিবেশি- ভারত। দেশটিতে যত মানুষ ভ্রমণ করেছে তার ৬৫ শতাংশই বাংলাদেশী। ঢাকার ভারতীয় হাইকমিশন বলছে, গেল বছর ১৫ লাখ বাংলাদেশীকে ভিসা দিয়েছে তারা। করোনার মধ্যে থমকে গেছে দুই দেশের এই যোগাযোগ। নানা প্রয়োজনে অনেকের প্রশ্ন এখন- কবে চালু হবে ভারতীয় ভিসা সার্ভিস?

ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস জানান, জরুরি ভিত্তিতে মেডিকেল ও বিজনেস ভিসা চালু রেখেছেন তারা। করোনা মহামারির মধ্যে প্রথম ঢাকার ইউকে ভিসা প্রসেসিং সেন্টার পুনরায় চালু করেছে ব্রিটিশ হাই কমিশন।

এখন থেকে যুক্তরাজ্য ভ্রমণে ইচ্ছুকরা ভিসার জন্য আবেদন করতে পারবেন। এমনকি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ছাড়াও নানাভাবে ভ্রমণপিয়াসুদের উৎসাহিত করার চেষ্টা করছে দেশটি।

করোনায় থমকে যাওয়া বৈশ্বিক অর্থনীতি সচল করতে এরইমধ্যে বর্ডার উন্মোক্ত করেছে পৃথিবীর বিভিন্ন দেশ। নতুন করে ভিজিট ভিসা না দিলেও জরুরি প্রয়োজনে বাংলাদেশ থেকে ভিসা সার্ভিস চালু রেখেছে পৃথিবীর বিভিন্ন দেশ। একে একে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটও।

 

Exit mobile version