Site icon Amra Moulvibazari

সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক তছলিম চৌধুরী

সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক তছলিম চৌধুরী


বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের (ইমা) সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আনিসুর রহমান তারেক। তিনি দেশ টিভির হেড অব মার্কেটিং পদে কর্মরত। আর মোহনা টেলিভিশনের হেড অব মার্কেটিং তছলিম চৌধুরী সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২১ মার্চ) ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে, সহ-সভাপতি পদে এস এ টিভির জহিরুল ইসলাম, আনন্দ টিভির এস বি বুলবুল এবং গানবাংলা টিভির সৈয়দ নাবিল আশরাফ জয়ী হয়েছেন। আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের মো. ইলিয়াস হোসেন এবং একাত্তর টিভির আহমেদ মোহসিন । একুশে টেলিভিশনের মো. ফেরদৌস নাঈম পরাগ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এটিএন বাংলার মো. আব্দুল মালেক অর্থ সম্পাদক; ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আমিনুল ইসলাম, সরকার হানিফ রাফি ও নাদিয়া ডোরা যথাক্রমে দফতর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মহিলা বিষয়ক সম্পাদক; গ্রীন টিভির দীন ইসলাম তপু ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এবং চ্যানেল আইয়ের লেমন আওয়াল আইন বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া, ইমার কার্যকারী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গ্রীন টিভির রাকিবুল হাসান, মাছরাঙ্গা টিভির মোহাম্মদ আবদুস সামাদ সোহাগ, নেক্সাস টিভির মো. মতিয়ার রহমান, গাজী টিভির মো. আমিনুর রহমান লিটন, এন টিভির মো. মহিউদ্দিন সিকদার টিটু, একাত্তর টিভির মো. সোহাগ হোসেন এবং দুরন্ত টিভির আশিকুর রহমান অভি।

২১ সদস্যের এ কমিটি আগামী দুই বছর সংগঠন পরিচালনার দায়িত্বে থাকবে।

/এমএন



Exit mobile version