Site icon Amra Moulvibazari

৭ দিনের মধ্যে সিনহা হত্যার তদন্ত রিপোর্ট জমা দেয়া হবে

৭ দিনের মধ্যে সিনহা হত্যার তদন্ত রিপোর্ট জমা দেয়া হবে

বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পর সকাল সাড়ে ১১ টায় শুরু মেজর সিনহা হত্যা মামলার গণশুনানি। থেমে থেমে হওয়া বৃষ্টি উপেক্ষা করে গণশুনানির ভেন্যু শরনার্থী শিবিরের ইনচার্জের কার্যালয়ে হুমড়ি খেয়ে পড়েন গ্রামবাসী।

১১জন মানুষ সাক্ষ্য দিতে আসলেও বিস্বাসযোগ্য না হওয়ায় দুই জনের সাক্ষ্য নেয় নি তদন্ত কমিটি। প্রায় সাত ঘন্টা সাক্ষ্য গ্রহণ শেষে কমিটির আহ্বায়ক বলেন এক সপ্তাহের মধ্যেই তদন্ত রিপোর্ট সরকারের কাছে জমা দেয়া হবে।

এই কমিটির তদন্ত রিপোর্ট হত্যা মামলার তদন্তে কাজে আসবে কিনা এমন প্রশ্ন ছিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাছে। এই বিষয়ে কমিটির আহ্বায়ক জানান, এই রিপোর্টি কাজে লাগবে কি না তা নির্ভর করছে মামলা তদন্তকারী কর্মকর্তার উপর। তিনি চাইলে মামলার সুবিধার্থে রিপোর্টি সরকারের কাছ থেকে আনতে পারবেন।

থানা ও ফাড়ি পুলিশ, এপিবিএনের সদস্য, হাসপাতালের ডাক্তার, প্রত্যক্ষদর্শী সহ ষাট জনের বেশি লোকের সাক্ষাৎকার নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক।

অবসর প্রাপ্ত্য মেজর সিনহা তার ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র পুলিশের দিকে তাক করেছিলেন না কি করেন নি ? ইন্সপেক্টর লিয়াকতের ছোঁড়া গুলি পরিকল্পিত ছিলো না আত্মরক্ষার্থে ছিলো এ প্রশ্নের উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি দিতে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version