Site icon Amra Moulvibazari

অস্ট্রেলিয়ায় ভয়ঙ্কর হাঙ্গরের সাথে লড়াই করে স্ত্রী’কে বাঁচালেন স্বামী

অস্ট্রেলিয়ায় ভয়ঙ্কর হাঙ্গরের সাথে লড়াই করে স্ত্রী’কে বাঁচালেন স্বামী

অস্ট্রেলিয়ায় হাঙ্গরের সাথে লড়াই করে স্ত্রী’কে বাঁচালেন এক সার্ফার। শনিবার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সমুদ্র উপকূলে এই ঘটনা ঘটে। হাঙ্গরের আঘাতে মারাত্মক জখম হয়েছেন তার স্ত্রী।

তাকে স্থানীয় বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এয়ারলিফটে নেয়া হয়েছে নিউ ক্যাসল হাসপাতালে। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হবে।

রাজ্য পুলিশ জানায়, ঐ দম্পত্তি শেলি বিচে সার্ফিং করছিলেন। তখন সেখানে জুভেনিল প্রজাতির সাদা একটি হাঙ্গর আক্রমণ করে স্ত্রীকে। সহধর্মীনিকে উদ্ধারে হাঙ্গরের সাথে লড়াই শুরু করেন স্বামী। এলোপাতাড়ি কিল-ঘুষিতে টিক্তে না পেরে পিছু হটে হাঙ্গর।

এই ঘটনায় সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে সৈকতটি।

Exit mobile version