Site icon Amra Moulvibazari

সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় মামলা, আটক ৬

সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় মামলা, আটক ৬


রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরিধান করে ডাকাতির ঘটনায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ৬ জনকে আটক করেছে পুলিশ। তবে আটককৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাতে মোহাম্মদপুরে তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। একপর্যায়ে তারা ওই বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

গণমাধ্যমে প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে বাড়িটিতে কয়েকজন ডাকাত প্রবেশ করে। এরপর সিড়ি বেয়ে তারা ওপরে উঠে। এ সময় তাদের মুখে মাস্ক ছিল।

/আরএইচ



Exit mobile version