Site icon Amra Moulvibazari

আয়ারল্যান্ড সিরিজ থেকে টিকিট পাওয়া যাবে অনলাইনে: বিসিবি

আয়ারল্যান্ড সিরিজ থেকে টিকিট পাওয়া যাবে অনলাইনে: বিসিবি


ফাইল ছবি।

ক্রিকেট খেলা দেখতে দর্শকদের নানা সমস্যার মধ্যে প্রথম সারিতে রয়েছে ম্যাচের টিকিটপ্রাপ্তি। সেই সমস্যার সমাধান করতে আয়ারল্যান্ড সিরিজ থেকে ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী মাসে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে অনলাইনে একটি নিদিষ্ট সংখ্যক টিকিট ছাড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। অনলাইনে টিকিট বিক্রির জন্য কাজ শুরু করেছেন বলেও জানান তিনি। আয়ারল্যান্ড সিরিজ থেকেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে ডিআরএস থাকছে। সেই সাথে, ২০২৭ সাল পর্যন্ত ডিআরএস প্রোভাইডারদের সাথে চুক্তির পরিকল্পনা চলছে বিসিবি।

আরও পড়ুন: ‘ডিআরএস কোম্পানির সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে যাচ্ছে বিসিবি’

/এম ই



Exit mobile version