Site icon Amra Moulvibazari

জন্মের পর হাসপাতালে অন্য শিশুর সাথে বদলে গিয়েছিলেন রানী মুখার্জি, কীভাবে ফিরে পেল পরিবার?

জন্মের পর হাসপাতালে অন্য শিশুর সাথে বদলে গিয়েছিলেন রানী মুখার্জি, কীভাবে ফিরে পেল পরিবার?


বলিউডের অন্যতম সফল অভিনেত্রী রানী মুখার্জি। ৯০ দশকে ক্যারিয়ার শুরু করেছিলেন। তার ক্যারিয়ারে সফল ছবির সংখ্যা নেহাত কম নয়। বর্তমানে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সহ-ধর্মিনী তিনি। তবে এবার জানা গেল, জন্মের পর হাসপাতালে বদলে গিয়েছিলেন তিনি। কিন্তু কীভাবে তার বাবা-মা তাকে ফিরে পেলেন তাও জানালেন নিজেও। খবর টেলি চক্করের।

রানির ভাষায়, আমি যেমন বেঁটে তেমনই জঘন্য গলার স্বর। গায়ের রংও ময়লা। কোনোটাই নায়িকাসুলভ নয়। পরিবারের পাশে দাঁড়াতেই অভিনয়কে পেশা করা।

রানী বলেন, জন্মের পরই হাসপাতালের অন্য সন্তানের সঙ্গে বদলে যান রানী। তবে শিশুর চোখ দেখেই বুঝে যান রানির মা। রানীর চোখ দেখেই বুঝে ফেলেন মা যে এটিই তার সন্তান। রানীর চোখের মণির রং খয়েরি, তাই সহজেই ধরে ফেলেন অভিনেত্রীর মা। শুরু হয় খোঁজ। শেষমেশ পঞ্জাবি দম্পতির ঘরে গিয়ে ফিরে পান মেয়েকে।

২০১৪ সালে ইটালিতে চুপি চুপি প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। বাঙালি পরিবারের মেয়ে রানির বিয়ে হয় পঞ্জাবি পরিবারে।

এটিএম/



Exit mobile version