Site icon Amra Moulvibazari

বাংলাদেশের উন্নয়নে ভারত সবসময় পাশে ছিল, আগামীতেও থাকবে: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের উন্নয়নে ভারত সবসময় পাশে ছিল, আগামীতেও থাকবে: ভারতীয় হাইকমিশনার


রাজশাহী ব্যুরো:

বাংলাদেশের উন্নয়নে ভারত সরকার সবসময় পাশে ছিল, আগামীতেও থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা একাধিক প্রজেক্ট নিয়ে কাজ করছি, যেন উভয় দেশের মধ্যকার সীমান্ত যোগাযোগ আরও উন্নত হয়।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাজশাহী অঞ্চলকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, রাজশাহীর উন্নয়নেও কাজ করবে ভারত সরকার। সবুজ ও সুন্দর এই জনপদের মানুষ সংস্কৃতিমনা। রাজশাহীর সংস্কৃতির উন্নয়নেও আমরা কাজ করছি। দেশের ভাষা আন্দোলন ও স্বাধীনতাযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অবিস্মরণীয়। শুধুমাত্র ভৌগলিক ও ঐতিহাসিকভাবেই নয়, হৃদয়ের সম্পর্কের দ্বারাও আমরা সংযুক্ত।

এ সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা, শহীদ মিনার, বধ্যভূমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনে হাইকমিশনের স্থানীয় কর্মকর্তা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএআর/



Exit mobile version