Site icon Amra Moulvibazari

সরকার ও ছাত্র-জনতা বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাধ্যমত চেষ্টা করছে: রাষ্ট্রপতি

সরকার ও ছাত্র-জনতা বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাধ্যমত চেষ্টা করছে: রাষ্ট্রপতি


রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানকার মানুষ মানবেতর জীবনযাপন করছে। এই পরিস্থিতিতে সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

রোববার (১৩ অক্টোবর) সকালে বঙ্গভবনে সনাতন ধর্মালম্বীদের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে রাষ্ট্রপতি এমন মন্তব্য করেন।

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, শারদীয় দুর্গোৎসবের সাথে বাংলার চিরন্তন ঐতিহ্য ও সংস্কৃতি মিশে আছে। এই অনুষ্ঠান ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক উৎসবে পরিনত হয়েছে। দুর্গাপূজায় সকলের সম্মিলিত অংশগ্রহণ এ উৎসবকে সার্বজনীন রূপ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ পরিস্থিতির কারণে মানবতা আজ বিপর্যস্ত। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতিকেও গভীরভাবে প্রভাবিত করছে।

/এমএইচ



Exit mobile version