Site icon Amra Moulvibazari

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর

চলে গেলেন খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশীর। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাদ আসর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রথম‌দি‌কে ফুসফুস ও কিডনি জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন চিত্রশিল্পী মুর্তজা বশীর।
এরপর তারঁ শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ৮৮ বছর বয়সী এ চিত্রশিল্পীকে এর আগেও বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীর জন্ম নেন ১৯৩২ সালের ১৭ অগাস্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন তিনি।
চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক পান মুর্তজা বশীর। একই কাজে স্বাধীনতা পুরস্কার পান ২০১৯ সালে।

Exit mobile version