Site icon Amra Moulvibazari

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট


বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল হাসপাতালের মেডিসিন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। ত‌বে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।  

রোববার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে হাসপাতালের ব‌র্ধিত নতুন মে‌ডি‌সিন ভব‌নের নিচতলায় এ আগু‌নের সূত্রপাত হয়। এতে আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চারতলায় মেডিসিন বিভাগের ভবনটি। এর নিচতলায় স্টোর। সেখানেই সকাল আটটার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

এসময় তীব্র ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। ছড়িয়ে পড়ে আতঙ্ক। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন রোগী।

খবর পেয়ে, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায়। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

/এমএইচ



Exit mobile version