Site icon Amra Moulvibazari

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা!

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। সীমিত আকারে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় বাংলাদেশের স্থপতিকে স্মরণ করছে জাতি।

সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বনানী কবরস্থানেও শ্রদ্ধা জানান তিনি। এর পর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে কণ্যা সায়মা ওয়াজেদ হোসেনকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্প অর্পণ করে কিছুক্ষন নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

এর পর বঙ্গবন্ধু ভবনের প্রাঙ্গণ খুলে দেয়া হয় সর্বস্তরের জন্য। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকমী এবং সাধারণ মানুষ।

এরপর বনানী কবরস্থানে পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে সাজা বাস্তবায়ন করতে সচেষ্ট সরকার।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বনানী কবরস্থানেও বাড়তে থাকে শোক বিহ্বল মানুষের ভিড়।

Exit mobile version