Site icon Amra Moulvibazari

চট্টগ্রামে সাক্ষীকে জেরার সময় আইনজীবীর মৃত্যু

চট্টগ্রামে সাক্ষীকে জেরার সময় আইনজীবীর মৃত্যু


আদালতে জেরা করার সময় মৃত্যুবরণ করেছেন আইনজীবী মো. জুবায়েরুল হক (৪৫)।

চট্টগ্রাম ব্যুরো:

চলছিলো চট্টগ্রাম আদালতের স্বাভাবিক কার্যক্রম। সাক্ষীকে জেরা করছিলেন আইনজীবী মো. জুবায়েরুল হক (৪৫)। এ সময়ই হঠাৎ অসুস্থ হয়ে তিনি লুটিয়ে পড়েন আদালতের মেঝেতে। পরে হাসপাতালে নিলে জানা যায়, সাক্ষীকে জেরার সময়ই মৃত্যুবরণ করেছেন জুবায়েরুল।

বুধবার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী জানান, কোতোয়ালি থানার একটি মাদক মামলায় সাক্ষীকে জেরা করার সময় হঠাৎ মাটিতে পড়ে যান জুবায়েরুল। সেখানে উপস্থিত অন্য আইনজীবীরা চিকিৎসার জন্য তাকে একটি বেসকারী হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে উনার মৃত্যু হয়েছে।‍‍

আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন আরও জানান, বুধবার বিকেলে আইনজীবী জুবায়েরুল হকের মরদেহ আদালত প্রাঙ্গণে নেয়া হয়। সেখানে জানাজা শেষে মরদেহ নেয়া হয় তার গ্রামের বাড়ি চকরিয়ায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

প্রসঙ্গত, আইনজীবী জুবায়েরুল হক চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) এর আইন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

/এসএইচ



Exit mobile version