Site icon Amra Moulvibazari

কাবা শরিফে লাইলাতুল কদরের সন্ধানে সমবেত লাখো মুসল্লি

কাবা শরিফে লাইলাতুল কদরের সন্ধানে সমবেত লাখো মুসল্লি


লাইলাতুল কদরের সন্ধানে পবিত্র কাবা শরিফে দিবাগত রাতে ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন ২০ লাখের বেশি মুসল্লি। তাদের মধ্যে প্রায় ১৫ লাখ ওমরাহ পালনকারী এবং ৫০ হাজারের বেশি সাধারণ মুসলিম। খবর আল জাজিরার।

সোমবার (১৭ এপ্রিল) রাতে পবিত্র কাবা শরিফে একসাথে লাখো মুসল্লি এশা-তারাবিহ্’র সালাত আদায় করেন। সারারাত কোরআন তেলাওয়াত এবং অন্যান্য নফল ইবাদতে মশগুল ছিলেন তারা।

এসময়, মুসল্লিদের সুরক্ষা এবং চলাচলের সহযোগিতায় কাবা শরীফে মোতায়েন ছিলেন নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। বর্ণিত রয়েছে, লাইলাতুল কদরের রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কাছে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ নাজিল হয়।

এসজেড/



Exit mobile version