Site icon Amra Moulvibazari

একাধিক নতুন প্রোজেক্ট নিয়ে ফিরছে জাজ

একাধিক নতুন প্রোজেক্ট নিয়ে ফিরছে জাজ


জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে নেয়া ছবি।

করোনা মাহামারিসহ নানা কারণে সিনেমা নির্মাণ কমিয়ে দিয়েছে আলোচিত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। জানা গেছে একাধিক প্রোজেক্ট নিয়ে আবারও কাজ শুরু করতে যাচ্ছে তারা। তবে কী কী প্রোজেক্ট নিয়ে জাজ মাঠে নামছে তা এখনও বিস্তারিত জানা যায়নি।

প্রযোজনা প্রতিষ্ঠানটির আসন্ন নতুন প্রোজেক্টে বেশ কজন নতুন নায়িকার কাজ চলছে বলে জানা যায়। তাদের মধ্যে অন্যতম অধরা খান। কাজের সম্পর্ক ছাপিয়ে এবার জাজা’র কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে নায়িকা অধরা খানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে ঢালিউডের বাতাসে।

এ সন্দেহের পালে হাওয়া যোগাচ্ছে সম্প্রতি তাদের দুজনের সেহেরি করার একটি ছবি। রাজধানীর একটি রেস্তোরাঁয় মুখোমুখী বসে দুজন সেহরি করছেন এমন একটি ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। দুজনের এমন ছবি তাদের মন দেয়া-নেয়ার বিষয়টি প্রমাণ না করলেও দীর্ঘদিন ধরেই জাজের সঙ্গে নতুন প্রোজেক্টের ব্যাপারে অধরার কথা চলছে বলে জানা গেছে।

/এসএইচ



Exit mobile version