Site icon Amra Moulvibazari

ইভিএমে প্রিজাইডিং অফিসারদের ১ শতাংশ ভোটের ক্ষমতার বাধ্যবাধকতা থাকছে না আরপিওতে

ইভিএমে প্রিজাইডিং অফিসারদের ১ শতাংশ ভোটের ক্ষমতার বাধ্যবাধকতা থাকছে না আরপিওতে


নির্বাচন কমিশন। ফাইল ছবি।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রিজাইডিং অফিসারদের ১ শতাংশ ভোটের ক্ষমতার বাধ্যবাধকতা থাকছে না আরপিওতে। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এ কথা জানিয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ কথা জানান তিনি। জানিয়েছেন, আইন মন্ত্রণালয়ের আপত্তিতে আরপিও সংশোধনীর এই প্রস্তাব থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। তবে প্রতি নির্বাচনে পরিপত্রের মাধ্যমে প্রিজাইডিং অফিসারের ক্ষমতা নির্ধারণ করে দেয়া হবে।

উল্লেখ্য, ইভিএমে কারো কারো আঙুলের ছাপ না মেলায় প্রিজাইডিং অফিসারের ক্ষমতাবলে তাদের ভোটের সুযোগ দেয়া হয়। অনিয়ম এড়াতে এটি সর্বোচ্চ ১ শতাংশ নির্ধারণ করে দেয়ার দাবি ছিল বিভিন্ন মহলের। কয়েকমাস আগে আরপিও সংশোধনের প্রস্তাবে এ বিষয়টি যুক্ত করে ইসি। কিন্তু এটি আরপিওতে নির্ধারণ করে না দেয়ার পক্ষে মত দেয় আইন মন্ত্রণালয়।

এছাড়া, ভোটের গেজেট হওয়ার পর অনিয়ম প্রমাণিত হলে ইসির ভোট বাতিলের ক্ষমতায়ও মন্ত্রনালয়ের আপত্তি ছিল বলে জানিয়েছেন রাশেদা সুলতানা। তবে ইসি এ বিষয়ে অনড় থাকায় তা সংশোধনী প্রস্তাবে থাকছে বলে জানান তিনি।

/এমএন



Exit mobile version