Site icon Amra Moulvibazari

বরিশালে চিকিৎসকের অবহেলায় গর্ভবতী নারীর মৃত্যু!

বরিশালে চিকিৎসকের অবহেলায় গর্ভবতী নারীর মৃত্যু!

বরিশালের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক অন্তসত্বা নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ বেলভিউ মেডিকেল সার্ভিসেসের ভুল আল্ট্রাসনোগ্রামের উপর ভিত্তি করেই তাকে দেরীতে অপারেশন থিয়েটারে নেয়া হয়।

সময়মত সঠিক চিকিৎসা সেবা না পাওয়ায় ওই নারীর মৃত্যু হয়। তবে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোন গাফলতি ছিলো না বলে দাবী সংশ্লিস্টদের।

নিহত অন্তসত্ত্বা নারী মেহেন্দিগঞ্জ উপজেলার তরিকুল ইসলামের স্ত্রী। গেল ৫ আগস্ট ও ১২ আগস্ট বেলভিউ মেডিকেল সার্ভিসেসে ৫ মাসের অন্তস্বতা শাহানাজকে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। দুই বারই গর্ভে সন্তান ভাল আছে এমন রিপোর্টও দেয়া হয়। তবে ১২ আগস্ট অন্য একটি ডায়াগনস্টিকে আল্ট্রাসনোগ্রাম করা হলে তার গর্ভের সন্তান নড়াচড়া করেনা এমন রিপোর্ট আসে।

স্বজনদের অভিযোগ শাহনাজের শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে বেলভিউ মেডিকেলে ভর্তি করা হয়। অপারেশন থিয়েটারে নেয়ার আগে রোগীর শারীরিক নানা সমস্যা দেখা দেয়ার কথা বলা হলেও চিকিৎসক ও নাসর্রা তা কর্নপাত না করে দুর্ব্যবহার করে।চিকিৎসকের অবহেলার কারনে তার মৃত্যু হয়েছে এমন দাবিও তাদের।

তবে দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের চিকিৎসকরা।
এ ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তি চান শাহনাজের পরিবার।

Exit mobile version