Site icon Amra Moulvibazari

ম্যাক্সওয়েলের দেয়া পার্টিতে পুষ্পার গানে নাচ কোহলির (ভিডিও)

ম্যাক্সওয়েলের দেয়া পার্টিতে পুষ্পার গানে নাচ কোহলির (ভিডিও)


ছবি: সংগৃহীত।

বহুদিনের বান্ধবী বিনি রামনকে বিয়ে করবেন তাই পাকিস্তান সফরে যাননি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। গত ১৮ মার্চ বিয়ে করেছেন তিনি। এরপরই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলতে ভারত চলে আসেন ম্যাক্সি।

বিয়ে করতে আইপিএলে আসায় সতীর্থদের নিয়ে একটা পার্টি দিতেই হয়েছে ম্যাক্সওয়েলকে। বুধবারের (২৭ এপ্রিল) সেই পার্টিতে উপস্থিত ছিলেন ব্যাঙ্গালুরুর সব খেলোয়াড়ই। করোনা সুরক্ষা মেনেই অবশ্য আয়োজিত হয়েছে এই পার্টি।

ম্যাক্সওয়েলের দেয়া এই পার্টিতে স্ত্রী আনুষ্কা শর্মাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন ভিরাট কোহলি। অনুষ্ঠানে এসছিলেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস, জেসন বেহরেনডর্ফের মতো ক্রিকেটাররাও। সবাই হাজির হয়েছিলেন ভারতীয় পোশাকে। নাচ-গানের আয়োজনও করা হয় অনুষ্ঠানে। সেখানেই আল্লু অর্জুনের পুষ্পা গানে নেচেছেন ভিরাট কোহলি ও শাহবাজ। যেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অনুষ্ঠান নিয়ে ইনস্টাগ্রামে আনুষ্কা বলেছেন, সুরক্ষা বলয়ের মধ্যে বিয়ের অনুষ্ঠান! আমার মনে হচ্ছে সব অনুষ্ঠানই যেন একটা বলয়ের মধ্যে পালন করছি। সূত্র: আনন্দবাজার।

আরও পড়ুন: রোজায় মুসলিম খেলোয়াড়দের জন্য বিশেষ সুবিধা চালু করল লিভারপুল

জেডআই/



Exit mobile version