Site icon Amra Moulvibazari

রুমের দরজা বন্ধ করে স্ত্রী’কে কুপিয়ে হত্যা করলেন স্বামী!

রুমের দরজা বন্ধ করে স্ত্রী’কে কুপিয়ে হত্যা করলেন স্বামী!

রাজধানীর মিরপুরে পারিবারিক কলোহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্বামী জহির উদ্দিন বাবরকে আটক করেছে পুলিশ। পরিবারের সদস্যারা জানান, জহির মানসিকভাবে অসুস্থ। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

মিরপুর ১০ নম্বরের এই ভবনের মালিক জহির উদ্দিন বাবর। সেখানে একটি ফ্লাটে স্ত্রী রাজিয়া আক্তার ও ৩ সন্তানসহ থাকতেন তারা। শুক্রবার ভোরে ভেতর থেকে চিৎকার শুনেন প্রতিবেশীরা। দরজা ভেঙে ঢোকার পর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় রাজিয়াকে।

গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানায়, জহির মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত জহির।

মিরপুর মডেল থানা হত্যায় ব্যবহৃত একটি টর্চলাইট জব্দ করেছে পুলিশ। সংগ্রহ করা হয়েছে আলমত।

Exit mobile version