Site icon Amra Moulvibazari

৯২ বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ের ঘোষণা দিয়ে বললেন, এটাই আমার শেষ

৯২ বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ের ঘোষণা দিয়ে বললেন, এটাই আমার শেষ


ছবি: সংগৃহীত

রুপার্ট মারডক ৯২ বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসার ঘোষণা দিয়েছেন। পাত্রী পুলিশের সাবেক কর্মকর্তা ৬৬ বছর বয়সী অ্যান লেসলি স্মিথ। খবর দ্য গার্ডিয়ান’র।

প্রতিবেদনে বলা হয়, রুপার্ট ও অ্যানের প্রথম দেখা হয় গত বছরের সেপ্টেম্বরে, ক্যালিফোর্নিয়ায় একটি অনুষ্ঠানে। সেখানেই পরিচয়, পরে তা গড়ায় প্রণয়ে। এ বছরের গ্রীষ্মে বিয়ে করার পরিকল্পপনা রয়েছে রুপার্ট-অ্যানের। চতুর্থ স্ত্রী জেরি হলের সাথে বিচ্ছেদের এক বছরেরও কম সময়ের মধ্যে আবারও বিয়ের ঘোষণা দিলেন রুপার্ট।

রুপার্ট মারডক বলেন, আমি তার প্রেমে পড়ার শুরুতে ভয় পেয়েছিলাম, খুব নার্ভাস ছিলাম। স্মিথ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমি খুব খুশি। আর এটাই আমার শেষ বিয়ে হতে যাচ্ছে।

স্মিথ বলেন, আমাদের এই সম্পর্ক ঈশ্বর প্রদত্ত। আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো আমার স্বামীও ব্যবসায়ী ছিলেন।

এর আগে রুপার্ট মারডক অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মান এবং চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলেন। চতুর্থ স্ত্রী জেরি হলের সাথে একবছর আগে তার বিচ্ছেদ হয়। জেরি অভিনেত্রী ও মডেল ছিলেন।

/এনএএস



Exit mobile version