Site icon Amra Moulvibazari

বাংলাদেশ থেকে ফেইসবুকের আয় তিন হাজার কোটি টাকা; কিন্তু ভ্যাট পায় নি সরকার

বাংলাদেশ থেকে ফেইসবুকের আয় তিন হাজার কোটি টাকা; কিন্তু ভ্যাট পায় নি সরকার

দেশের একটি গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করলে ১৫ শতাংশ ভ্যাট পায় সরকার। সেই সাথে অগ্রিম আয়কর পায় ৪ শতাংশ।

অথচ ফেইসবুক, গুগল, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশে বিজ্ঞাপন থেকে বিপুল অর্থ আয় করলেও কোনো রাজস্ব পায় না সরকার।

 

এই প্রেক্ষাপটে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বাংলাদেশে অফিস খোলার নির্দেশনা দেয়া হলেও একমাত্র ফেইসবুক ছাড়া কোনো প্রতিষ্ঠানই অফিস খুলে নি।

এদিকে ফেইসবুক বাংলাদেশে এজেন্ট নিয়োগ করলেও গত তিন মাসে সরকারকে দেয়া হয় নি কোনো ভ্যাট। এই প্রেক্ষাপটে এবার মাঠে নেমেছে এনবিআর। সরকারি রাজস্ব আদায়ে মামলা করা হয়েছে স্থানীয় এজেন্টের বিরুদ্ধে।

এমনই একটি প্রতিষ্ঠান HTTPOOL এর ব্যাংকিং লেনদেন সহ আরো অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক। বাকি সামাজিক যোগাযোগ মাধ্যমখুলোর বিষয়ে খতিয়ে দেখার কথা জানান তিনি।

তবে সমযোতার মাধ্যমে এসব প্রতিষ্ঠানের কর জটিলতা নিরসনের পরামর্শ উদ্যোক্তাদের।

যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ফেইসবুক ইনভেস্টর ইলিউশনস কোম্পানির হিসাবে গত বছর এক প্রান্তিকে ফেইসবুক বাংলাদেশ থেকে আয় করেছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাট এর প্রতিবেদন অনুসারে বাংলাদেশে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ।

Exit mobile version