Site icon Amra Moulvibazari

বার্সেলোনার বিরুদ্ধে মামলা করলেন অ্যাগুয়েরো

বার্সেলোনার বিরুদ্ধে মামলা করলেন অ্যাগুয়েরো


স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে মামলা করেছেন আর্জেন্ট্নিার সাবেক ফুটবলার সার্জিও অ্যাগুয়েরো। লা লিগার ক্লাবটির কাছ থেকে ৩২ লাখ মার্কিন ডলার পাওনা আদায়ের লক্ষ্যে এই মামলা করেন তিনি। খবর, ইএসপিএন।

গেল কয়েকদিন ধরেই অ্যাগুয়েরোর মামলার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। তবে আনুষ্ঠানিকভাবে কোনো নথিপত্র সামনে না আসায় নিশ্চিত করে কিছু বলা যায়নি। এবার সেই মামলার নথি প্রকাশিত হয়েছে। বার্সার কাছে একটি কপি পাঠানো হয়েছে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি-এজেন্ট হিসেবে ২০২১ সালে বার্সার সঙ্গে চুক্তি করেছিলেন অ্যাগুয়েরো। কিন্তু দুই বছরের চুক্তি করেও স্বপ্নের ক্লাবে তিনি খেলতে পেরেছেন মাত্র ৪ ম্যাচ। অ্যাগুয়েরোর হৃদপিন্ডের সমস্যা দেখা দিলে তাকে অবসরে পাঠায় স্প্যানিশ লা লিগার ক্লাবটি। একই বছরের ডিসেম্বরে অ্যাগুয়েরো যখন আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন, তখন মনে হয়েছিল ক্লাব সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই সবকিছু করেছেন তিনি। কিন্তু নতুন করে অ্যাগুয়েরো আইনি পদক্ষেপে বোঝা গেল, এর পেছনে ভিন্ন ঘটনাও রয়েছে। এদিকে অ্যাগুয়েরোর মামলা মোকাবেলার প্রস্তুতির কথা জানিয়েছে বার্সা।

প্রসঙ্গত, আগামী ১৯ অক্টোবর বার্সার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানের আলোচনায় অ্যাগুয়েরোর বিষয়টি উঠে আসবে। ওই বৈঠকে সভার সদস্যগণ গেল অর্থ বছরের চূড়ান্ত আর্থিক বিবৃতিকে চ্যালেঞ্জ করতে পারেন। একই সঙ্গে গেল মৌসুমে ৯ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার ক্ষতির হিসাবও উত্থাপন করবে বার্সা বোর্ড।

/এমএইচআর



Exit mobile version