Site icon Amra Moulvibazari

হবিগঞ্জ বাসে যাত্রী ভোগান্তি নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর খোলা চিঠি

হবিগঞ্জ বাসে যাত্রী ভোগান্তি নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর খোলা চিঠি

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সারা বাংলাদেশে বাস ও অন্যান্য যানবাহন ৬০% অতিরিক্ত ভাড়া নিয়ে চলাচলের নির্দেশনা দেয়া হয়। সরকারি নির্দেশনা থাকলেও বাস চালক ও হেলপাররা মানছেন না যথাযথ স্বাস্থ্যবিধি।

সিলেট – মৌলভীবাজার রোডে চলাচল করা একমাত্র বাস হবিগঞ্জ এক্সপ্রেস’ এ যাতায়াতেও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী নিয়ে তারা বেশি ভাড়া নিচ্ছেন। এতে যাত্রীরা পড়ছেন বিপাকে। নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই। কেউ বাসের মধ্যে প্রতিবাদ করলে উল্টো হেনস্থা’র শিকার হয়।

এই অবস্থায় এসব অনিয়ম বন্ধ করতে ভুক্তভোগী যাত্রীদের পক্ষ হতে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর খোলা চিঠি পাঠিয়েছেন সিলেট শাহজালাল বিশ্ব বিদ্যালয়ের একজন চাকরিজীবি।

নিচে তার খোলা চিঠিটি হুবহু তুলে ধরা হলো,

মাননীয়
জেলা প্রশাসক
মৌলভীবাজার।

মহোদয়,
সাদর সম্ভাষন জানবেন। করোনা পরিস্থিতির মাঝেও সরকারের নিদের্শনা অনুযায়ী সব কিছু খোলছে। এই সময়ে সাধারণ মানুষের চলাচল বেড়ে যাবে। সরকারি বিধি মোতাবেক সাস্থ্য বিধি মেনে সব কিছুর পাশাপাশি পরিবহন ব্যবসতা ও চালু করা হবে।কিন্তু এইগুলো মানার প্রবণতা এ দেশের মানুষের মাঝে কম প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এমতাবস্থায় যাএী পরিবহনের মত বিষয়টি খুবই ঝুঁকিপূর্ন। মৌলভীবাজার হতে সিলেটে যাতায়াতকারীদের জন্য পরিবহন সংকট দীর্ঘ দিনের। এ অবস্থা হতে উত্তরণের জন্য জেলা প্রশাসনের উদ্যোগের জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি।একইসাথে বর্তমানে চলাচলকারী “হবিগঞ্জ বিরতিহীন” বাস সার্ভিস যাতে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে আপনাকে উদ্যগ গ্রহণ করতে সাধারণ নাগরিকদের পক্ষ হতে অনুরোধ করছি।

বিনীত
মৌলভীবাজার হতে সিলেটে যাতায়াতকারী যাএীদের পক্ষে

মো মাহফুজুর রহমান

Exit mobile version