Site icon Amra Moulvibazari

মৌসুমি ফ্লুতে যুক্তরাষ্ট্রে চলতি বছর ১৮ হাজার মানুষের মৃত্যু!

মৌসুমি ফ্লুতে যুক্তরাষ্ট্রে চলতি বছর ১৮ হাজার মানুষের মৃত্যু!


ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চলতি বছর জ্বর বা মৌসুমি ফ্লুতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ হাজার মানুষের। এদের মধ্যে ১১৫ জন শিশু। এমন তথ্য জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

সংস্থাটির ওয়েবসাইটে দেয়া সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, এই মৌসুমে ফ্লুতে আক্রান্ত হয়েছে প্রায় আড়াই কোটি মানুষ। এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৩ লাখ রোগী।

ছবি: সংগৃহীত

সিডিসি বলছে, চলতি সপ্তাহে কিছুটা কমেছে আক্রান্তের সংখ্যা। গেলো সাতদিনে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় আঠারোশো রোগী। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ২ হাজারের ওপর। সংক্রমণ রোধে ৬ মাস বয়স থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে ফ্লুয়ের টিকা নেয়ার নির্দেশনা দিয়েছে মার্কিন স্বাস্থ্যবিভাগ।

আরও পড়ুন: ওষুধের অভাবে অপারেশন বন্ধ পাকিস্তানের হাসপাতালে

/এম ই



Exit mobile version