Site icon Amra Moulvibazari

সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে: জোনায়েদ সাকি

সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে: জোনায়েদ সাকি


কর্তৃত্ববাদী সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

শুক্রবার (১০ মার্চ) সকালে জাতীয় জাদুঘরের সামনে দলের ঢাকা জেলার ১ম সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন জ্বলছে; শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষ হাঁসফাঁস করছে। বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সাকি বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আদানি গ্রুপের সাথে অবৈধ বিদ্যুৎ আমদানির চুক্তি করছে। আগামী নির্বাচনের পর ভারতের সমর্থন পাবার জন্যই এটা করা হয়েছে অভিযোগ করেন তিনি। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে আর ক্ষমতায় টিকে থাকতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন সাকি।

/এম ই



Exit mobile version