সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে একজন পরীক্ষার্থী তিনবারের বেশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এমন বিধি সংযোজন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সরকারের এমন সিদ্ধান্তে অনেকে স্বস্তি প্রকাশ করলেও কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকের দাবি ছিল ৩৫ করার। তাছাড়া বিসিএস পরীক্ষায় মাত্র তিনবার সুযোগ পাওয়াটাও মানতে পারছেন না তারা।
সুজন মাহমুদ লিখেছেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর। একজন প্রার্থী তিনবারের বেশি বিসিএস পরীক্ষায় অবতীর্ণ হতে পারবে না ।’
ইসরাফিল হোসেন লিখেছেন, ‘একজন পরীক্ষার্থী ৩ বারের বেশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নিতে পারবেন না।’
মমিন উদ্দিন লিখেছেন, ‘বিসিএস পরীক্ষা তিনবার দিতে পারবে। সম্ভবত একাডেমিক পড়া থেকে শিক্ষার্থীরা আরও বেশি সরে যাবে। বিশ্ববিদ্যালয়ে বিসিএস পরীক্ষার পড়ার জন্য লাইব্রেরিতে রুম বাড়বে। তবে এমন সিদ্ধান্ত হলে ভালো হতো যে, একবার কেউ ক্যাডার পেলে আর বিসিএস পরীক্ষা দিতে পারবে না।’
রবিউল কমল লিখেছেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর।’
নাঈম হোসাইন শাওন লিখেছেন, ‘৩২ এর পক্ষে আছি, কিন্তু তিনবারের বেশি বিসিএস পরীক্ষা দেওয়া যাবে না এটার পক্ষে নাই।’
মাহবুব আলম রনী লিখেছেন, ‘চাইলো ৩৫, দিলো ৩২। সর্বোচ্চ ৩ বার দেওয়া যাবে বিসিএস।’
এসইউ/জেআইএম