Site icon Amra Moulvibazari

সিলেটে ২৬৯ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

সিলেটে ২৬৯ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১


সিলেট সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ২৬৯ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে সিলেটের মুরাদপুর বাজার সংলগ্ন সড়কে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে সিলেটের মুরাদপুর বাজার সংলগ্ন সড়কে চৌকি বসিয়ে যানবাহন তল্লাশিকালে চোরাই চিনির চালান জব্দ করা হয়। একজনকে আটক করে এসএমপির শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬৯ বস্তা চিনি জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় ট্রাকচালক আশরাফুল ইসলামকে আটক দেখানো হয়েছে। তিনি রাজশাহী জেলার দামকুড়া থানার জোতরাবন গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

আহমেদ জামিল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version