Site icon Amra Moulvibazari

১শ কোটি করোনা ভ্যাকসিনের ডোজের অর্ডার পেয়েছে রাশিয়া

১শ কোটি করোনা ভ্যাকসিনের ডোজের অর্ডার পেয়েছে রাশিয়া

মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দেয়ার পরেই ২০টি দেশ থেকে ১শ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার পেয়েছে মস্কো। এমন দাবিই করেছে রুশ সরকার।

রুশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, ৫০০ মিলিয়নেরও বেশি ভ্যাকসিনের ডোজ উৎপাদন নিশ্চিত করতে পারবে এমন পাঁচটি দেশের সঙ্গে অংশীদারত্বের বিষয়ে কথা বলছে পুতিন সরকার। এমনকি এই উৎপাদন ক্ষমতা আরো বাড়ানোর পরিকল্পনা করছে।

দিমিত্রিভের মতে, আজ পর্যন্ত লাতিন আমেরিকা বেশ কয়েকটি দেশ, মধ্য প্রাচ্য এবং এশিয়ার বেশ কিছু দেশ ভ্যাকসিন কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। বেশ কয়েকটি চুক্তি চূড়ান্তও হয়েছে।

শুধুতাই নয় স্নায়ুযুদ্ধের স্মৃতি ফিরিয়ে রাশিয়ার টিকার নাম স্পুৎনিক -5 রাখা হয়েছে বলেও জানিয়েছে পুতিন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্র বলছে সবার আগে ভ্যাকসিন আনা মূল কথা নয় এটি কতটা কার্যকর ও নিরাপদ সেটাই মূল বিবেচ্য বিষয় হওয়া উচিৎ।

Exit mobile version