Site icon Amra Moulvibazari

ছাত্রলীগ নিষিদ্ধের খবরে বেরোবিতে মিষ্টি বিতরণ

ছাত্রলীগ নিষিদ্ধের খবরে বেরোবিতে মিষ্টি বিতরণ


অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগ নিষিদ্ধের খবরটি প্রকাশিত হলে শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন।

রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে আনন্দ মিছিল নিয়ে আবু সাঈদ চত্বর, চকবাজার হয়ে মূল ফটকে গিয়ে শেষ হয়। এসময় তারা পরস্পরকে মিষ্টিমুখ করান।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেরোবির সমন্বয়ক রহমত আলী, এস এম আশিকুর রহমান, শামসুর রহমান সুমন প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম বলেন, ‘ছাত্রলীগকে নিষিদ্ধ করায় সরকারকে ধন্যবাদ। কিন্তু ছাত্রলীগের মাদার সংগঠন গণহত্যাকারী আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ ছাত্রলীগকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করেছে।’

সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, ‘ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ-ছাত্রলীগের নির্যাতনের চিত্র আমরা দেখেছি। ছাত্রলীগের পৃষ্ঠপোষক আওয়ামী লীগ ও তাদের দোসরদেরও নিষিদ্ধ করতে হবে।’

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version