Site icon Amra Moulvibazari

জন্মদিনে বীরকে লাল গাড়ি উপহার দিলেন শাকিব

জন্মদিনে বীরকে লাল গাড়ি উপহার দিলেন শাকিব


ছবি: সংগৃহীত

শাকিব-বুবলী দম্পতির সন্তান শেহজাদ খান বীরের জন্মদিনে বাবা শাকিব খান তাকে একটি লাল গাড়ি উপহার দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি বুবলী পোস্ট করেছেন।

মঙ্গলবার (২১ মার্চ) রাতে পারিবারিক আয়োজনে বীরের জন্মদিন পালন করেছেন তারা।

শাকিব খানের দেয়া গাড়িটি রাস্তায় চলাচলের মতো না হলেও ঘরে দিব্যি ঘুরে-বেড়াতে পারে সেটি। আর সেই গাড়িতে বসেই উচ্ছ্বাসের সাথে ক্যামেরাবন্দি হয়েছেন বুবলী ও বীর।

রাতে শাকিবের গুলশান ২ নম্বরের বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলী।

এর আগে ছেলের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুবলী ও শাকিব দু’জন আলাদা আলাদা পোস্ট দিয়ে শুভেচ্ছা জানান।

বুবলী পোস্টে লেখেন, জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা। তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি যেনো স্বর্গে আছি। তোমাকে বুকে নেবার পর কী যে শান্তি লাগছিল। স্বর্গের সুখ বুঝি এমনি হয়।

পোস্টের শেষে তিনি বলেন, তখন অনেক কেঁদেছিলাম বাবা কিন্তু অবশ্যই তা অনেক শান্তি আর সুখের কান্না ছিল। তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী! অনেক অনেক দোআ আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা।

/এনএএস



Exit mobile version