Site icon Amra Moulvibazari

যশোরে মেশিনে বিচালি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

যশোরে মেশিনে বিচালি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু


স্টাফ করেসপনডেন্ট, যশোর:

গরুর জন্য মেশিনে বিচালি কাটতে গিয়ে যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত খেলাফত মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম (৪২) ও রুহুল আমিন (৩৮)। তাদের মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

মৃত তৌহিদুলের ভায়রাভাই জিল্লুর রহমান জানান, রুহুল আমিন গরুর জন্য মেশিনে বিচালি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার চিৎকার শুনে তৌহিদুল ইসলাম দৌড়ে সেখানে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুই ভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শুভাশিষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এটিএম/



Exit mobile version