Site icon Amra Moulvibazari

ঝিনাইদহে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত

ঝিনাইদহে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি:

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ঝিনাইদহে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকালে শহরের উজির আলী স্কুল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

শুরুতে মহড়া উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকলের করণীয় বিষয়ে আলোচনা করেন। পরে ঝিনাইদহ ফায়ার সার্ভিস অগিকাণ্ড ও ভূমিকম্পে সকলের করণীয় বিষয়ে মহড় প্রদর্শন করে। সেখানে বহুতল ভবন থেকে উদ্ধার, অগ্নিনির্বাপনসহ নানা বিষয়ে স্কুল শিক্ষার্থীদের সচেতন করা হয়।

এসআই/



Exit mobile version