Site icon Amra Moulvibazari

শাহজালাল মাজারে হামলার পরিকল্পনাকারী ৫ নব্য জেএমবি’র সদস্য আটক

শাহজালাল মাজারে হামলার পরিকল্পনাকারী ৫ নব্য জেএমবি’র সদস্য আটক

নব্য জেএমবি’র সিলেট সেক্টর কমান্ডারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। দাবি করা হচ্ছে, হযরত শাহজালাল (র.আ.) মাজারে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের।

পুলিশ জানায়, রোববার রাতে নগরীর মীরাবাজারের একটি বাসা থেকে নব্য জেএমবির সিলেট আঞ্চলিক কমান্ডার ও শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাঈমুজ্জামানকে আটক করা হয়।
পরে ঢাকা থেকে যাওয়া পুলিশের বিশেষ একটি দল মঙ্গলবার ভোর পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরো চারজনকে আটক করে।

গ্রেফতারকৃতদের মধ্যে সাদিও শাহজালাল বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী। আর সায়েম লেখাপড়া করে মদন মোহন কলেজে। আর বাকি ২ জনের বিষয়ে খোঁজ খবর করছে পুলিশ।

Exit mobile version