Site icon Amra Moulvibazari

পালিয়ে গিয়ে গোলাগুলির হাত থেকে বেঁচে গেলেন ডোনাল্ড ট্রাম্প

পালিয়ে গিয়ে গোলাগুলির হাত থেকে বেঁচে গেলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিং চলাকালীন সময়ে হোয়াইট হাউসের বাইরে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় কোনো ঘোষণা ছাড়াই সংবাদ সম্মেলনের পোডিয়াম থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প’কে সরিয়ে নেয়া হয়।

সোমবার নিয়মিত ব্রিফিং শুরুর কয়েক মিনিটের মাথায় সিক্রেট সার্ভিসের এক কর্মী এগিয়ে গিয়ে তাকে সরিয়ে নেন। তার সঙ্গে বেরিয়ে যান উর্ধ্বতন আরো কয়েক কর্মকর্তা।

প্রায় দশ মিনিট পর সংবাদ সম্মেলনে ফিরে মার্কিন প্রেসিডেন্ট জানান, হোয়াইট হাউসের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তি সশস্ত্র ছিল। এ ঘটনায় আইনপ্রয়োগকারী বাহিনী যুক্ত হয়েছে। তবে এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি তিনি।

সোমবার স্বাভাবিক ভাবেই শুরু হয় হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলন। ঘটনাস্থলে উপস্থিত মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন ম্নুচিন ও ম্যানেজমেন্ট ও বাজেট অফিসের পরিচালক রাসেল ভটও তার সঙ্গে ভেতরে প্রবেশ করেন।

Exit mobile version