Site icon Amra Moulvibazari

অবৈধ হাসপাতালগুলোর বিরুদ্ধে শুরু হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযান

অবৈধ হাসপাতালগুলোর বিরুদ্ধে শুরু হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযান

দেশের অবৈধ বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারগুলোকে সঠিক নিয়মের মধ্যে আনতে তিন ধাপে কাজ শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর।

২৩ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে এই প্রতিষ্ঠানগুলো। তবে না মানলে সেই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের কথা জানান হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা বিভাগ জুড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে অন্তত সাড়ে পাঁচ হাজার স্বাস্থ্য প্রতিষ্ঠান।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের ইন্সপেকশনে বেরিয়ে আসে এসব প্রতিষ্ঠানের পরিবেশ, লাইসেন্স বিহীন ব্যবসা ও জনগনের সাথে প্রতারণাসহ নানা অনিয়ম।

প্রতিরোধে মোট ৩টি ধাপে কাজ করবে স্বাস্থ্য অধিদপ্তর। লাইসেন্স নবায়ন বা নিবন্ধনের জন্য আবেদন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন, প্রতিবেদন শেষে তা সন্তোষজনক হলেই কেবল মিলবে অনুমতি। এর ব্যাতিক্রম হলেই শাস্তিমূলক ব্যাবস্থা নেয়ার কথাও জানান পরিচালক।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ও লোকবলহীন পদ্ধতিতে এই বিশাল কর্মযজ্ঞ সাধন কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা।

Exit mobile version