Site icon Amra Moulvibazari

আয়তনে দ্বিগুন হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন এলাকা

আয়তনে দ্বিগুন হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন এলাকা

আয়তনে আগের থেকে বড় করা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন এলাকা।

সোমবার (৯ আগস্ট) সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার কয়েকটি এলাকা সিলেট সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সিলেট জেলা প্রশাসন। এতে আগের থেকে দ্বিগুণ হচ্ছে সিসিকের এলাকা।

প্রকাশিত এই গণবিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত জায়গার এলাকার অধিবাসীগণকে এ বিষয়ে কোন ধরণের পরামর্শ বা আপত্তি থাকলে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনের কথা বলা হয়েছে। এতে কারো আপত্তি থাকলে তা সমাধান করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ হতে।

Exit mobile version