Site icon Amra Moulvibazari

কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে অসুস্থ দাবি সাহেদের; আবারো ৭ দিনের রিমান্ডে

কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে অসুস্থ দাবি সাহেদের; আবারো ৭ দিনের রিমান্ডে

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে অসুস্থ দাবি করেছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ। বিচারকের কাছে মিনতি করেছেন রিমান্ডে না নেয়ার। কিন্তু করোনা টেস্ট ও চিকিৎসার নামে হাজারো মানুষকে প্রতারণা করা রিজেন্টের শাহেদের কোন আবেদনই আমলে নেননি আদালত৷

মাথায় হেলমেট, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট আর কড়া পুলিশি পাহাড়ায় সোমবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতে আনা হয় সাহেদকে। হাসপাতালের জন্য এমআরআই মেশিন কেনার কথা বলে তৎকালীন ফার্মার্স ব্যাংকের ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় এবার আদালতে তিনি।

৩৫ লাখ টাকা ঘুষের বিনিময়ে ঋণ নিয়ে ব্যাংকের টাকা আত্মসাৎ করায় সাহেদের বিরুদ্ধে দুদকের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি হয় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েসের আদালতে।

আদালতে সাহেদের পক্ষে ছিল না কোনো আইনজীবি। নিজেকে গুরুতর অসুস্থ দাবি করে কাঠগড়ায় দাড়ানো সাহেদ আবেদন করেন রিমান্ডে না দেয়ার। সাহেদের ভয়াবহ প্রতারণার কথা তুলে ধরে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুরের জন্য আবেদন করেন দুদকের আইনজীবি।

উভয় পক্ষের শুনানি শেষে সাহেদকে ৭ দিনের রিমান্ডে দেন আদালত। এ ধরণের ঋণ জালিয়াতি প্রতিরোধে দুদককে আরো কার্যকর হওয়ার পরামর্শ দেন বিচারক।

Exit mobile version