Site icon Amra Moulvibazari

মাধবপুর থানার পুলিশের দুর্দান্ত সাহসের ফলে মাদক ব্যবসায়ী আটক

মাধবপুর থানার পুলিশের দুর্দান্ত সাহসের ফলে মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার

মাধবপুর, প্রতিনিধি জাহাঙ্গীর আলম

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে দুর্বার গতিতে কাজ চালিয়ে যাচ্ছেন মাননীয় আই জি পি ডঃ বেনজীর আহম্মেদ। আইজিপির নির্দেশে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় কর্মরত থাকা দায়িত্ববান ওসি মোহাম্মদ ইকবাল হোসেন।

এস আই এনামুল হাসান,এস আই ফজলে রাব্বী সহ আরও কয়েক জন অভিযান শুরু করে হাতে নাতে আসামী সহ ৫০ বোতল ফেনসিডিল ধর্মঘর হতে মাধবপুর আসার পথে উদ্ধার করেন। আসামী মোঃ জাহাঙ্গীর মিয়া, পিতা – ইদ্রিস আলী,গ্রাম কালিকাপুর, ধর্মঘর, থানা মাধবপুর।

আসামী জাহাঙ্গীর মিয়ার স্বীকারোক্তিতে আরো চাঞ্চল্যকর তথ্য ও জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ী ও চোরাচালান কারীর নাম জানা যায়।হবিগঞ্জ সদর থানার কিছু অসাধু ভন্ড মুখোশ ধারী ও জড়িত আছেন। যদিও zক্ষমতা ও লাঠির দাপট দেখিয়ে তারা নিজেদের কে আড়াল করে রেখেছিলেন এত দিন।

মাদক মুক্ত দেশ গড়তে শেখ হাসিনার স্বপ্ন পুরনে এগিয়ে যাচ্ছে হবিগঞ্জ জেলার প্রতিটি থানার দায়িত্ব পালন কারী পুলিশ অফিসার।সে যেই হউক না কেন তাকে ছাড় দেওয়া হবে না বলে ও জানানো হয়।কিছু অসাধু ব্যবসা-সম্পৃক্ত পণ্য রপ্তানিতে মাদক ব্যবসা কেও আপন স্থলাভিষিক্ত করে কোটি টাকার মালিক হচ্ছেন রাতারাতি।

সততা ও দেশ প্রেম বুকে নিয়ে ওসি মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে ঝাপিয়ে পড়েন এস আই এনামুল হাসান এস আই ফজলে রাব্বি সহ মাধবপুর থানা পুলিশ।
ওসি মোহাম্মদ ইকবাল হোসেন ও এস আই এনামুল হাসান এর সাথে যোগাযোগ করে জানা যায় এই মাদক নির্মূল অভিযান চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারী চক্রগুলো কে সমূলে নিধন না করা যাচ্ছে।

এই জন্য দরকার জনগণের সহায়তার হাত,লকাল প্রতিনিধি ও ক্রাইম রিপোর্টার সাংবাদিকদের সঠিক তথ্য ও প্রশাসনের সার্বিক সহযোগিতা যেন কোনো মাদক ব্যবসায়ী ও মাদক চালানকারী আইনের ফাঁকে বের হতে না পারে।তার পাশাপাশি আরো জানান মাদক ব্যবসা ও মাদক সেবন কারীদের ধরিয়ে দিতে ও তথ্য দিয়ে সাধারণ জনগনের সহযোগিতা কাম্য। পুলিশের মাদক নির্মুল অভিযানে সকলের সহযোগিতা চাই।

Exit mobile version