রাজধানীর মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মো. ওমর ফারুক (২০) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ওমরের বোন চাঁদনী বলেন, আমার ভাই মোটরসাইকেল মেকানিকের কাজ করে। সকালের দিকে বিহারি ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আমার ভাইয়ের শরীরে স্প্লিন্টার এসে লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে ককটেল বিস্ফোরণে আহত হয়ে এক যুবক ঢাকা মেডিকেলে এসেছেন। তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, ওমরের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার পাশাপুর গ্রামে। বাবার নাম রাজা মিয়া। ঢাকায় বিহারি ক্যাম্পে ভাড়া বাসায় থাকেন।
কাজী আল-আমিন/বিএ/এএসএম