Site icon Amra Moulvibazari

একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু | HSC

একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু | HSC

ভিন্ন প্রেক্ষাপটে এসএসসি পরীক্ষার ফল প্রকাশে পেরিয়ে গেছে দুই মাসেরও বেশি সময়। এতদিনে স্কুলের গন্ডি পেরোনো শিক্ষার্থীদের কলেজে ক্লাস শুরুর কথা থাকলেও কোভিডের ধাক্কায় ছন্দপতন। তবে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হলো ২০২০-২১ শিক্ষাবর্ষের এইচএসসি ( HSC ) বা একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম।

দেরিতে হলেও কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তিতে শিক্ষার্থী ও অভিবাবকরা। এবছর কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। একজন শিক্ষার্থী আবেদন করতে পারছেন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজের জন্য। মেধা তালিকায় নির্বাচিত হওয়ার পরও ভর্তি নিশ্চিত না হলে শিক্ষার্থীরা আবার আবেদন করতে পারবেন।

আজ থেকে কলেজে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। সাথে সাথে এসএমএসের মাধ্যমেও আবেদন করা যাবে। একাদশ শ্রেণীতে ( HSC ) ভর্তির আবেদন করা যাবে ২০ আগস্ট পর্যন্ত। আর বিভিন্ন দফায় অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।


আরো খবর পড়ুনঃ অসি প্রদীপের নামে দেশে বিদেশে কোটি কোটি টাকার সম্পদ


আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version