Site icon Amra Moulvibazari

লিডসকে গোলবন্যায় ভাসালো লিভারপুল

লিডসকে গোলবন্যায় ভাসালো লিভারপুল


ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৫ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে লিভারপুল। লিডস ইউনাইটেডকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইয়্যুর্গেন ক্লপের শিষ্যরা। অলরেডদের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ ও দিয়াগো জটা।

নিজেদের ঘরের মাঠ এ্যালান রোড স্টেডিয়ামে লিভারপুলকে আতিথ্য জানায় লিডস ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে অলরেডরা। তবে প্রতিপক্ষের মাঠে নিজেদের প্রথম গোলটি পেতে লিভারপুলকে অপেক্ষা করতে হয় ৩৫ মিনিট পর্যন্ত। আলেকজান্ডার আরনল্ডের অ্যাসিস্টে থেকে দারুণ এক গোলে দলকে লিড এনে দেন কোডি গাকপো। এরপর অবশ্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি সফরকারীদের। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ক্লপ শিষ্যরা।

ছবি: সংগৃহীত

বিরতির পর লুইস সিনিসটেরার গোলে ব্যবধান কমায় লিডস। তবে এর পাঁচ মিনিটের মাথায় আরও এক গোলের দেখা পায় লিভারপুল। এবার স্কোর শিটে নাম তোলেন দিয়াগো জটা। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান সালাহ। ৭৩ মিনিটে দিয়াগো জটা নিজের দ্বিতীয় গোল করলে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় ইয়্যুর্গেন ক্লপের শিষ্যরা। শেষ দিকে ডারউইন নুনেজের গোলে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

ছবি: সংগৃহীত

এমন দাপুটে ফেরার পরও পয়েন্ট তালিকার সেই আট নম্বরেই থাকলো লিভারপুল। ৩০ ম্যাচে ৪৭ পয়েন্ট তাদের। চারে থাকা নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে তাদের ব্যবধান ৯ পয়েন্ট। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে আর্সেনাল। ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির।

/আরআইএম



Exit mobile version