Site icon Amra Moulvibazari

শ্রীপুরে ডাকাতি: লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার ৩

শ্রীপুরে ডাকাতি: লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার ৩


পুলিশের হাতে গ্রেফতার ডাকাত সদস্য ও সামনে রাখা লুণ্ঠিত মালামাল।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সাদ্দাম হোসেন, ইয়াসিন আহমেদ ও রাশেদ মোবারক। তাদের নারায়ণগঞ্জ, আশুলিয়া ও সীতাকুণ্ড থেকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর থানায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন।

তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি রাতে শ্রীপুরের শিংদিঘি এলাকার একটি নির্মাণাধীন পোশাক কারখানা থেকে মূল্যবান জিনিসপত্র ও মেশিনারিজের তারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট হয়। পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ডাকাতদের শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। অভিযানে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে চট্টগ্রামের সীতাকুণ্ডের এমএস রিয়া ট্রেডার্সের ডিপো থেকে লুণ্ঠিত মালামালের মধ্যে ১১ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। বাকিগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

এএআর/



Exit mobile version