Site icon Amra Moulvibazari

বাচ্চা জন্ম দিলো দুইটি পুরুষ ইঁদুর! দাবি মানুষের ক্ষেত্রেও সম্ভব

বাচ্চা জন্ম দিলো দুইটি পুরুষ ইঁদুর! দাবি মানুষের ক্ষেত্রেও সম্ভব


দুইটি বাবা ইঁদুর থেকে একটি বাচ্চা ইঁদুরের জন্ম দেয়াতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন জাপানের একদল গবেষক। সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে প্রয়োজন পড়েনি মা ইঁদুরের। প্রাণী জগতে প্রজননের নিয়ম পাল্টে দেয়া এই গবেষণাটি করেছেন জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের আশা, বন্ধ্যাত্বের সমস্যার ক্ষেত্রে নতুন আশার আলো এ গবেষণা। খবর দ্য গার্ডিয়ানের।

বিজ্ঞানীদের দাবি, তারা দুইটি পুরুষ ইঁদুরের কোষ থেকে ডিম্ব তৈরি করে জন্ম দেয়াতে সক্ষম হয়েছেন আরেকটি বাচ্চা ইঁদুরের।

গবেষণাটিতে নেতৃত্ব দেয়া প্রফেসর কাতসুহিকো হায়াশি এর ফলাফল ইতোমধ্যে লন্ডনের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটে মানব জিনোম এডিটিং সম্মেলনে উপস্থাপন করেছেন। এই অধ্যাপক আরও দাবি করেছেন, এক দশকের মধ্যে দু‌‌‌‌‌‌জন মানব পুরুষের ত্বকের সেল থেকে তারা ডিম্ব তৈরি করতে পারবেন।

গবেষণাটিকে ব্যাখা করে টেলিগ্রাফের প্রতিবেদন বলছে, এ প্রক্রিয়ায় প্রথমে পুরুষ ইঁদুরের ত্বকের স্টেম কোষ থেকে ওয়াই ক্রোমোসোমটি বাদ দিয়ে আরেকটি এক্স ক্রোমোসোম তৈরি করা হয়। যা থেকে তৈরি করা হয় ডিম্ব।

অবশ্য দুইটি পুরুষ ইঁদুর থেকে বাচ্চা জন্ম দেয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০১৮ সালে চীনা গবেষকরাও এমন কাজ করেছিলেন। কিন্তু বাচ্চার স্বাস্থ্য ভালো না হওয়ায় অল্প সময়ের মধ্যেই সেটি মারা যায়।

এটিএম/



Exit mobile version