Site icon Amra Moulvibazari

লক্ষ্মীপুরে ৪ ছিনতাইকারী আটক

লক্ষ্মীপুরে ৪ ছিনতাইকারী আটক


লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে পিকআপ ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। উদ্ধার করা হয়েছে গাড়ির ইঞ্জিন। বুধবার (২২ মার্চ) বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার।

আটককৃতরা হলেন, কুমিল্লার কোতয়ালি থানার আব্দুর রহমানের ছেলে মো. হানিফ, মো. হাবিবের ছেলে মো. ফারুক, চান্দিনা থানার মৃত. লাল মিয়ার ছেলে মো. সাগর ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট গ্রামের মৃত. ইব্রাহীম হোসেনের ছেলে মো. বেলাল হোসেন ।

পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, গত ২৩ জানুয়ারি কুমিল্লার লাকসাম থেকে লক্ষ্মীপুরের আল মাহমুদ ইউসুফ নামে এক ব্যক্তির পিকআপ ছিনতাই হয়। নিখোঁজ হয় গাড়ির চালক সুবল। পরদিন কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে চালককে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে।

পরবর্তীতে বিষয়টি লক্ষ্মীপুর পুলিশকে জানালে জেলা গোয়েন্দা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে চোরচক্রের ৪ জন ও পিকআপটির ইঞ্জিন উদ্ধার করে। তবে পিকআপটির বিভিন্ন যন্ত্রপাতি বিক্রি করে দেয়ায় গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি। আসামিরা ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথাটি স্বীকার করেছে। এ বিষয়ে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

এটিএম/



Exit mobile version