Site icon Amra Moulvibazari

দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আশ্বাস স্বাস্থ্য খাতে আস্থা ফেরানোর আশ্বাস স্বাস্থ্যের নতুন ডিজি। DG_Health

দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আশ্বাস স্বাস্থ্য খাতে আস্থা ফেরানোর আশ্বাস স্বাস্থ্যের নতুন ডিজি। DG_Health

কেনাকাটায় দুর্নীতি কমানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন স্বাস্হ্য খাতে নবনিযুক্ত মহাপরিচালক আবুল বাসার মোঃ খুরশীদ আলম ।

যোগদানের পর ১ম সংবাদ সম্মেলনে তিনি জানান, সার্জারি বিভাগ হওয়ায় প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পর্কে ধারনা আছে তার । সেটি কাজে লাগানোর চেষ্টা করবেন।
খুরশীদ আলম জানান,এখন মহামারি নিয়ন্ত্রণই হবে তার প্রথম কাজ। পরে হাত দিবেন দুর্নীতি দমনে।

স্বাস্হ্য খাতে আস্থাহীনতার প্রসঙ্গে নতুন ডিজি বলেন, এর কারণ ও অনেক। তবে সামনের দিনগুলোতে সবাইকে নিয়ে আস্থা ফেরাতে চান তিনি । ভবিষ্যতে সমন্বয়হীনতার কোনো নজির তৈরি করবেন না বলে জানান, খুরশীদ আলম।

তিনি তার বক্তৃতায় আরোও বলেন, সামনের দিকে যাতে এটা না হয়। কারণ, আপনাদের যাতে মনে না হয় আমরা সমন্বয়হীনতায় ভুগছি । সেটা অবশ্যই আমি ব্যবস্থা নিব। আমার আপ্রাণ চেষ্টা থাকবে যে , সবার সাথে যোগাযোগ করে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া । আমি দেখছি অনেকদিন ধরে সরকারি কেনাকাটায় দুর্নীতি , আমি চেষ্টা করবো যতদূর আমার দ্বারা সম্ভব হয়।

Exit mobile version