Site icon Amra Moulvibazari

প্রথমবারের মতো রমজান উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে লন্ডন

প্রথমবারের মতো রমজান উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে লন্ডন


ছবি: সংগৃহীত

ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র মাস রমজান উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিম প্রান্ত। প্রায় ৩০ হাজার বাতির আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে গোটা এলাকা। খবর আরব নিউজ’র।

পশ্চিম লন্ডনের লিসেস্টার স্কয়ারের সাথে পিকাডিলির সংযোগস্থল কভেন্ট্রি স্ট্রিটে গেলে দেখা যাচ্ছে, মাথার ওপর উজ্জ্বল আলোয় জ্বলজ্বল করছে ‘হ্যাপি রামাদান’ (শুভ রমজান) লেখা।

সম্প্রতি এই আলোকসজ্জার উদ্বোধন করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। শহরটিতে বসবাসরত ১৩ লাখ মুসলিমের মতো তিনিও অধীর আগ্রহে অপেক্ষা করছেন রমজানের জন্য।

/এনএএস



Exit mobile version