Site icon Amra Moulvibazari

আগামী বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে: জেলেনেস্কি

আগামী বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে: জেলেনেস্কি


আগামী বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। শুক্রবার (১১ অক্টোবর) বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। এক প্রতিবেদনে ফরাসি গণমাধ্যম লা মন্ড এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি ইউরোপীয় দেশগুলোর সমর্থন আদায়ে দু’দিনের ঝড়ো সফর করেছেন। এর আগে তিনি লন্ডন, প্যারিস এবং রোমে গিয়েছিলেন। এরপর বার্লিন সফরকালে তিনি টেকসই সামরিক সহায়তা চেয়েছেন।

সফরে আগামী মাসে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে সমর্থন কমে যাওয়ার আশঙ্কায় জেলেনস্কি তার ইউরোপীয় মিত্রদের কাছ থেকে নতুন করে সামরিক ও আর্থিক সহায়তা চেয়েছেন।

/এআই



Exit mobile version