Site icon Amra Moulvibazari

রোগে হিমশিম খাওয়া নরেন্দ্র মোদি কিমকে দিচ্ছেন করোনার ঔষধ!

রোগে হিমশিম খাওয়া নরেন্দ্র মোদি কিমকে দিচ্ছেন করোনার ঔষধ!

করোনা ভাইরাসে বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা পাঁচ হাজারের নিচে নামছেই না। গড়ে আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন এক দিনে। যুক্তরাষ্ট্র স্বাভাবিক জীবনে ফিরে গেলেও দেশটিতে মৃত্যু ও আক্রান্তের হাড় এখনো কমে নি।

ব্রাজিলের অবস্থাও অপরিবর্তিত। দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের উপরে। গড়ে আক্রান্ত হচ্ছেন ৫০ হাজার। শুরুতে দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো করোনাকে সামান্য ফ্লু বলেছিলেন। এই করোনাতেই দীর্ঘদিন ভোগার পর সুস্থ্য হয়েছেন তিনি। তার এই মন্তব্য নিয়ে ব্রাজিলের জনমনে ছড়িয়ে পড়েছে ক্ষোভ।

ভারতেও ক্রমেই করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন করোনা আগের মতোই ভয়াবহ রয়েছে। দেশটিতে ১৪ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু ৩২ হাজার ছাড়িয়েছে। +

প্রথমবারের মতো কিম জং উন এর দেশ উত্তর কোরিয়ায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সতর্কতা হিসেবে লকডাউন করা হয়েছে সীমান্তবর্তী শহর কিসাং। সর্বোচ্চ জরুরি অবস্থা কার্যকর করতে শনিবার দলের নেতাদের নিয়ে সভা করেন কিম। ৩ বছর আগে দেশ ছাড়া এক ব্যক্তি ১৯ শে জুলাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে আসেন। তাকেই করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে উত্তর কোরিয়াকে সংকট মোকাবিলায় ১০ লাখ ডলারের চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে ভারত।

Exit mobile version