Site icon Amra Moulvibazari

দুর্নীতির অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দুর্নীতির অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ দাবি

ইসরায়েল এর প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে করোনা মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তুলে গেল কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছেন সাধারণ মানুষ। তবে নেতানিয়াহুর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এই বিক্ষোভকে নতুন মাত্রা যোগ করেছে।

শনিবার নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাও করেন আন্দোলনকারীরা। রাস্তায় বেরিকেট দিয়েও আন্দোলনকারীদের রুখতে পারেনি পুলিশ। এক পর্যায়ে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় ইসরাইলি নিরাপত্তা বাহিনী। জলকামান ও লাঠিচার্জ এর পাশাপাশি চলে ব্যাপক ধরপাকড়।

নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি তাকে দুর্নীতির অভিযোগে তাকে অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানান বিক্ষোভকারীরা।

ইসরাইল জুড়ে তীব্র বিক্ষোভের মধ্যেই জেরুজালেম সফরে গেলেন মার্কিন সেনা প্রধান মার্ক মিলে। ইরানের সঙ্গে তীব্র উত্তেজনা ও বাকযুদ্ধের মধ্যেই শুক্রবার আকস্মিক সফরে গেলেও শনিবার এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে নেতানিয়াহু প্রশাসন। ঝটিকা সফরে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।

আঞ্চলিক নিরাপত্তা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনার জন্য এ সফরের কথা বলা হলেও বিশ্লেষকরা বলছেন তেহরানের সঙ্গে উত্তেজনা বাড়ায় ভবিষ্যৎ সামরিক কৌশল নির্ধারণেই ইসরেল সফরে গেছেন মার্কিন সেনা প্রধান।

Exit mobile version